বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রিপন কুমার দাস,পটুয়াখালীঃ-পটুয়াখালীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-২০১৯ এর ত্র-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ২৬ জুলাই শুক্রবার সকাল ১০ টায় "আমরা সজীব আমরা মুজিব"এই শ্লোগানে পটুয়াখালীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-২০১৯ শুরু হয়।পতাকা উত্তলোন, বেলুন ফেস্টুন উড়িয়ে র‌্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে ত্রি-বাষিক সম্মেলন উদ্বোধন করেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোঃ শাহজাহান মিয়া এমপি।বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পটুয়াখালী জেলা শাখার সভাপতি এ্যাড. উজ্জল বোস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা, সাংরক্ষিত মাহিলা আসন-৩২৯ এর সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোঃ মোশারফ হোসেন পাকবীর, কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মনসফ, সাধারন সম্পাদক ইয়াসিন মোহাম্মদ, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম. নুরুল ইসলাম ও গলাচিপা উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন শাহ। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।অনুষ্ঠান শেষে নতুন কার্যাকরি কমিটির নাম ঘোষনা কারা হয়। নতুন কার্যকরি কমিটির সভাপতি এ্যাড. উজ্জাল বোস ও সাধারন সম্পাদক তরিকুল ইসলাম রুবেল।